ব্যক্তিবাদ ও রক্তমাংসের মানুষ-এর ধারনার নোট : নয়াউদারবাদের ব্যক্তিবাদ

আদর্শ পোস্ট ফরম্যাট

[ব্যক্তিবাদ হল আধুনিকতা এবং পুঁজিবাদের অন্যতম দার্শনিক পূর্বধারনা। সেই ব্যক্তিবাদের সমালোচনা তৈরি করার চেষ্টা করা হবে এই নোট-গুলিতে। এই নোট-টিতে নয়া উদারবাদের জনক অস্ট্রিয়ান অর্থনীতিবিদ ফ্রিডরিশ ভন হায়েকের ব্যক্তিবাদের সমালোচনা রইল। ]

ব্যক্তিবাদের গতশতাব্দীর প্রবক্তাদের মধ্যে খুবই উল্লেখযোগ্য একজন হলে অস্ট্রিয়ান অর্থনীতিবিদ এবং নয়াউদারবাদের জনক (তিনজনের একজন) ভন হায়েক। আমরা এখানে হায়েকের চল্লিশের দশকের শেষার্ধের একটি ভাষণ, “ব্যক্তিবাদ : সত্য এবং মিথ্যা” — থেকে হায়েকের ধারনার সন্ধান করছি বিস্তারিতভাবে।

Continue reading

ব্যক্তিবাদ ও রক্তমাংসের মানুষ-এর ধারনার নোট : ভূমিকা

আদর্শ পোস্ট ফরম্যাট

[ব্যক্তিবাদ হল আধুনিকতা এবং পুঁজিবাদের অন্যতম দার্শনিক পূর্বধারনা। সেই ব্যক্তিবাদের সমালোচনা তৈরি করার চেষ্টা করা হবে এই নোট-গুলিতে। এই নোট-টিতে সেই সমালোচনার ভূমিকা রইল। ভূমিকাতে আমরা গত দুই শতাব্দীর অন্যতম দুই দার্শনিক ও তাত্ত্বিক-এর (ঊনবিংশ শতকে মার্ক্স, বিংশ শতকে ফুকো) হস্তক্ষেপ অত্যন্ত সংক্ষেপে রাখলাম। ]

ছোটো বেলার খেলনা থাকে অনেক টুকরো। সে গুলি হোক বা বিল্ডিং ব্লক। ডাইনোসর হোক বা পশুপাখী। বা প্লাস্টিকের অ আ ক খ এ বি সি ডি। বাচ্চারা খেলা শুরু করে বহু কিছু দিয়ে। যেগুলোর একের সঙ্গে অন্যের কোনো সম্পর্ক নেই। বাচ্চারা সেই ছাড়া ছাড়া স্বাধীন বস্তুগুলিকে তারপর একের সঙ্গে অন্যকে সম্পর্কিত করে।

আমাদের চারপাশ যেহেতু বস্তুতে ভর্তি, তাই আমরা বস্তুজগৎ বলতে কল্পনা করি — নানা পরস্পরের থেকে স্বাধীন বস্তু। বাচ্চারা যেমন অনায়াসে সেগুলিকে হাত দেয়, সেগুলি নিয়ে খেলা করে, তেমনি আমরাও সেগুলি নিয়ে খেলা করি।

Continue reading