কী টেঁকে কী টেঁকে না

আদর্শ পোস্ট ফরম্যাট

শমীক সরকার, ফেবুপো, ২০ জুন

সাইকেল দুশো বছর ধরে টিঁকে আছে কেন এবং কেন আরো টিঁকে থাকবে অনেকদিন, এর পেছনের কারণ খুঁজতে গেলে আরো কি কি টিঁকতে পারে তার আন্দাজ পাওয়া যাবে। আজ যা নতুন, কাল তা পুরনো হয়। তাই পুরনো মাত্রেই ভালো এবং সহনশীল বা টেঁকসই, মোটেই তা নয়। ঠিক যেমন নতুন মাত্রই ভালো, সহনশীল, টেঁকসই — তা নয়। অনেক কিছুই আপাতত-দরকারি টাইপ। যেমন, আমার মতে, কম্পিউটার টিঁকবে না। এত জটিল একটা ‘সিস্টেম অফ সিস্টেমস’ না ভালো, না সহনশীল, না টেঁকসই। প্রথমতঃ জটিল। জটিল মানে কী? জটিল মানে হল, এর অনেকগুলো পূর্ব-চাহিদা আছে — বিশেষ ধাতুনির্মিত চিপ, বিদ্যুৎ, বহুস্তরীয় নির্দেশতন্ত্র। দ্বিতীয়তঃ এর ব্যবহারকারীর জন্য ফেলে রাখা অংশ খুব কম। সব যেন নিজে করবে। মাতব্বর টাইপ। যত দিন যাচ্ছে, তত এর ওপর ব্যবহারকারীর নিয়ন্ত্রণ কমছে। ব্যবহার মানে এখানে বুঝতে হবে তার সাথে মানুষের সংযোগ। Continue reading