আংশিকতাই শক্তি

আদর্শ পোস্ট ফরম্যাট

শমীক সরকার, ফেবুপো, ৭ জুন

অনেক কিছু জেনে বুঝে গেলে বা পড়ে ফেললে কি সমাজের জন্য বেশি কিছু করা যায়? না। প্রত্যেকটা মানুষের জানা বোঝা পড়ার একটা নির্দিষ্ট ট্র‍্যাজেক্টরি আছে। সবকিছু তো দূরের কথা, অনেককিছুও জানা বোঝা পড়া যায় না। আর, জানা বোঝা পড়ার কোনো কালেকটিভ এফোর্ট হয় না। আদানপ্রদান হতে পারে মাত্র। আমি ফুকো পড়লাম, তুমি দেল্যুজ, সে নিতশে – তিনজনে ভাগাভাগি করে পড়ে তারপর তিনজন মিলে ফাটিয়ে দেব – এগুলো বিশ্ববিদ্যালয়ের ছাত্রসুলভ বালখিল্যপনা এবং খিল্লি।
সমাজের জন্য কিছু করতে গেলে বরং প্রয়োজন কম জানা, কম বোঝা, কম পড়া। যতটুকু প্রয়োজন ততটুকু জানা, ততটুকু বোঝা, ততটুকু পড়া।
তা নাহলে কেউ বিজ্ঞ, বোদ্ধা এবং পণ্ডিত হতে পারে। সমাজের কাজে লাগবে না।
আংশিকতাই শক্তি।

এখানে আপনার মন্তব্য রেখে যান