রাজনীতির গোড়ায় অরাজনৈতিকতার প্রয়োজনীয়তা

আদর্শ পোস্ট ফরম্যাট

শমীক সরকার, ফেবুপো, ২০১৬

স্থান-কাল-পাত্র বিচার না করে কথাগুলো বলা নিঃসন্দেহে অরাজনৈতিক কাজ। কিন্তু রাজনীতির গোড়ায় যদি এই মৌলিক অরাজনৈতিকতা না থাকে, তাহলে কী দাঁড়ায়?

তাহলে রাজনীতি একটা স্বাধীন স্বাবলম্বী সত্ত্বা হয়ে ওঠে। রাজনীতি আর মানুষের বিষয় থাকে না, উল্টে মানুষ রাজনীতির বিষয় (পড়ুন চাকর-বাকর, গিনিপিগ) হয়ে যায়।

তখন বিভিন্ন রাজনীতিকে (এবং রাজনীতি ব্যাপারটাকেই কখনো কখনো) হাততালি বা গালাগালি দেওয়া ছাড়া মানুষের কোনো কাজ থাকে না।

রাজনীতির হায়ারার্কিতে যারা যত ওপরে, তারা তত এই মৌলিক অরাজনৈতিকতাকে ভয় পায়, এড়িয়ে যায়।

এখানে আপনার মন্তব্য রেখে যান